State

হেলমেট না পরলেই শাস্তি পুলিশকর্মীদের

কথায় আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। নিজে যে খারাপ আচরণটি করা হয় তা নিয়ে তো আর অন্যকে শিক্ষা দেওয়া চলে না। তাই সাধারণ মানুষকে সদাচরণ শেখাতে আগে নিজের কর্মীদের শিক্ষা দেওয়ার নোটিশ জারি করলেন বীরভূম পুলিশ সুপার। জেলায় হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরপাকড় নিত্য দিনের ব্যাপার। এতে হেলমেট না পরার প্রবণতা সাধারণ আরোহীদের মধ্যে অনেকাংশে কমেছে বৈকি। কিন্তু সেই সাধারণ আরোহীরা যখন আঙুল তোলেন আইনের রক্ষকদের দিকে তখন তাঁদের তো আর শাস্তি দেওয়া যায় না।

তাই বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল নির্দেশিকা জারি করলেন যেকোনও পুলিশকর্মী, গ্রামীণ পুলিশ ভলান্টিয়ার বা সিভিক ভলান্টিয়ারদেরকেও সবসময় হেলমেট পড়তে হবে। ব্যক্তিগত কাজ বা ডিউটির সময়, কোনও সময়ই তাঁদেরকে যেন হেলমেট ছাড়া না দেখা যায়। আইনের রক্ষক হিসাবে তাঁরা এটা পালন করলে তবেই সাধারণ মানুষকে শেখানো সম্ভব। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *