State

অঙ্ক বাঁচাতে নতুন দাওয়াই প্রশাসনের


কথায় আছে, ‘অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল’। তবে এখানে অঙ্ক না পারায় পড়ুয়ারা পাগল হয়নি। যত মাথাব্যথা প্রশাসনের। প্রাথমিকের এই অঙ্কে ‘কাঁচা’ পড়ুয়াদের জন্য তাই এবার নতুন দাওয়াই নিয়ে এল বীরভূম প্রশাসন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকারি প্রাথমিক স্কুল থেকে পাশ করে বেরনো পড়ুয়ারা অঙ্কে কাঁচা থেকে যাচ্ছে। যে বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন এনজিও-র তৈরি করা প্রতিবেদনেও একই মত পেশ করা হয়েছে। ফলত তারা মাধ্যমিক স্তরের স্কুলে গিয়ে এঁটে উঠতে পারছে না।


পড়ুয়াদের এই সমস্যা সমাধানে বীরভূম প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে প্রথমে অঙ্কে পিছিয়ে পড়া পড়ুয়াদের চিহ্নিত করা হবে। তার জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির একটি আলাদা পরীক্ষা হবে। সেই মতো দুর্বল চিহ্নিত পড়ুয়াদের অঙ্কের জন্য দেওয়া হবে আলাদা প্রশিক্ষণ। প্রশাসনের আশা এতেই সব পড়ুয়ার মান এক জায়গায় আনার কাজ সম্ভব হবে অনেকটা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *