State

বিজেপি নেতৃত্বকে ‘পাগল ছাগল’ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল


বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের শহর বোলপুরে ঝাঁ চকচকে পার্টি অফিস তৃণমূলের। তাহলে বীরভূমের ব্লক অফিসগুলোই বা পিছিয়ে থাকে কেন? এবার তাই ব্লকের পার্টি অফিসগুলোকে সাজানোর কাজ শুরু করল জেলা তৃণমূল নেতৃত্ব।


রবিবার বীরভূমে উদ্বোধন হল ২টি পার্টি অফিসের। সিউড়ি-২ ব্লক ও আহমদপুর ব্লকের পার্টি অফিস উদ্বোধন করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিউড়ি-২ ব্লকের পার্টি অফিসটি হয় পুরন্দরপুরে।


পার্টি অফিস উদ্বোধনে এসে এদিন জেলা সভাপতি খানিকটা রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীর অনুরণন করেন। তিনি বলেন, বিজেপি নেতারা ‘পাগল ছাগল’-এর মতো কথা বলছেন। বিজেপি এনআরসি নিয়ে যদি এত বড়বড় কথা বলে তবে কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এনআরসি করছে না? অনুব্রতবাবুর কথায়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উন্নয়ন করেছেন তেমন উন্নয়ন বিজেপি নেতারা দেখেননি বলেই ‘পাগল’-এর মত কথা বলছেন।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *