Kolkata

ভারতীয় রাজনীতির নক্ষত্রপতন, চলে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায়

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল ৮টা ১৫ মিনিটে মৃত্যু হল এই রাজনৈতিক ব্যক্তিত্বের। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সোমনাথবাবু। বাড়ি থেকেও বার হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার তাঁর অবস্থা সঙ্কটজনক হয়। তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। এই খবর শোনার পর থেকেই হাসপাতালে ভিড় জমতে শুরু করে।

অসমের তেজপুরে জন্ম সোমনাথ চট্টোপাধ্যায়ের। তবে স্কুল জীবন কাটে কলকাতায়। মিত্র ইন্সটিটিউশনে। কলেজ জীবনে প্রেসিডেন্সিতে পড়াশোনা। পরবর্তী সময়ে আইন নিয়ে পড়াশোনা করতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন। পাশ করে ফিরে আসেন কলকাতায়। হাইকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। এরপর বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে প্রথম সাংসদ হন। এরপর জীবনে ১০ বার সাংসদ নির্বাচিত হয়েছেন। লোকসভার স্পিকার হিসাবে দেশ জুড়ে সুখ্যাতি অর্জন করেন সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর সব দলের সাংসদদের লোকসভায় মত প্রকাশের সমান সুযোগ দেওয়ার প্রবণতা তাঁকে স্পিকার হিসাবে সাফল্যের চুড়োয় পৌঁছে দেয়। শেষের দিকে তাঁর সঙ্গে সিপিএমের দূরত্ব তৈরি হয়েছিল। সোমনাথ চট্টোপাধ্যায়ের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন অনেকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *