State

না পাওয়ার অবসাদে আত্মঘাতী তরুণ? তদন্তে পুলিশ


উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পেয়েছিল ৭৯ শতাংশ নম্বর। নেহাত খারাপ নয়। সঙ্গে ছিল আঁকার প্রতি প্রবল আকর্ষণ। চেয়েছিল হয় বিজ্ঞান নিয়েই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে। অথবা আর্ট কলেজ থেকে পাশ করে বার হতে। কিন্তু তার ২টোই না হওয়ায় অবসাদ পেয়ে বসেছিল ছেলেটাকে। সেই অবসাদ থেকেই নিজের বাড়িতে আত্মঘাতী হয় সে। অন্তত এমনই দাবি করছেন দক্ষিণ ২৪ পরগনার বোড়ালের বাসিন্দা অম্লান সরকারের বাড়ির লোকজন। বাড়িতে শোকের ছায়া। কান্না বাধ মানছে না। সমর্থ ছেলেকে হারিয়ে গোটা পরিবার শোকে মুহ্যমান।


পরিবারের দাবি, ৭৯ শতাংশ নম্বর নিয়েও কলেজে ভর্তি হতে পারছিল না অম্লান। সেই নিয়ে সে মানসিক অবসাদে ভুগছিল। ঠিক করেছিল তবে সে আঁকাকেই নিজের কেরিয়ার করবে। সেই ভেবে আর্ট কলেজেও প্রবেশিকা দেয়। কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার পর আর নিজেকে সামলাতে পারেনি। যদিও বিষয়টি আত্মহত্যাই কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *