National

কয়েকমাস ধরে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের ধর্ষণের শিকার সে, দাবি নাবালিকার


বিহারের ছাপরা জেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তারই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য এক শিক্ষককে। মোট ১৮ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ১৪ বছরের ছাত্রীটি। নবম শ্রেণির ওই ছাত্রীর দাবি, গত ৬ মাস ধরে তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। প্রথমে তাকে তারই ক্লাসের এক ছাত্র ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও তুলে নেয় সে। তারপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে তার ক্লাস ও স্কুলে। এরপর বিভিন্ন ছাত্র তা দেখেছে আর তাকে ধর্ষণ করেছে। এভাবে দিনের পর দিন তাকে ছাত্রদের আদিম লালসার শিকার হতে হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হত। ভয়ে লজ্জায় সে একথা বলে উঠতে পারছিলনা। এমনকি ভিডিও দেখে স্কুলের প্রধান শিক্ষক সহ ২ শিক্ষকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ওই ছাত্রী। মোট ১৮ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে সে।


ছাত্রীর দাবি, যবে থেকে তার বাবা একটি মামলায় জেলে গিয়েছে, তারপর থেকেই তার ওপর শুরু হয় ধর্ষণ। হালেই তার বাবা জেল থেকে ছাড়া পেয়ে ফিরতে সে বাবাকে সব কথা খুলে বলে। তারপর বাবার চাপেই সে পুলিশের কাছে হাজির হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক ও ১ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ৪ ছাত্রকেও আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *