State

অবস্থান উঠল বিশ্বভারতীতে


রাতভর অবস্থান বিক্ষোভ চলার পর অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান তুলে নিলেন বিশ্বভারতীর পড়ুয়ারা। প্রায় ২৪ ঘণ্টা উপাচার্যের দফতরের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ চালান বিশ্বভারতীর বেশ কিছু পড়ুয়া।


গত রবিবার থেকে উপাচার্যের দফতরের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন একদল পড়ুয়া। কোনও বিষয়ে পাশ না করতে পারলে সেই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা কম সময়ের ব্যবধানে নেওয়ার আবেদন জানান তাঁরা। কারণ এতে ১ বছর নষ্ট হয়ে যায় সেমিস্টারের পড়ুয়াদের। কিন্তু কর্তৃপক্ষ জানান, অর্ডিন্যান্সে এরকম নিয়ম না থাকায় এখনই তেমন নিয়ম প্রয়োগ করা সম্ভব নয়।


মঙ্গলবার ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান, যে নিয়ম নেই তা কখনই করা যাবে না এমনটা নয়। তবে তার জন্য প্রয়োজন অর্ডিন্যান্সে পরিবর্তন। একমাত্র শিক্ষা কর্মসমিতিতে আলোচনার মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব। আপাতত সেই উদ্দেশ্যেই শিক্ষকদের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপরই আন্দোলন তুলে নেন পড়ুয়ারা।
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *