চেষ্টার কোনও বিকল্প নেই, ৪৩ বার প্রেম নিবেদন করে যুবতীকে রাজি করালেন প্রেমিক
ওই যুবতীকেই তিনি ভালবাসেন। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চান। কিন্তু যুবতী একেবারেই রাজি নন। কিন্তু হাল ছাড়েননি প্রেমিক। ৪৩ বার প্রোপোজও করে ফেলেন।

২০১৮ সালেই ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দেন এক যুবক। চান তাঁর সঙ্গে ঘর বাঁধতে। তাঁকে বিয়ে করতে। যুবক সেকথা ওই যুবতীকে জানানও। কিন্তু যুবতী রাজি হননি। ওই ব্যক্তির সঙ্গে সারাজীবন কাটানো, সন্তানদের বড় করা, এসব নিয়ে তিনি মনে মনে নিশ্চিত ছিলেননা।
কেন তিনি রাজি নন তাও ওই যুবককে জানান ওই যুবতী। সেইদিন ওই যুবক তাঁকে জানিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু থামবেন না। তিনি প্রেমের প্রস্তাব দেওয়া বন্ধ করছেননা।
ওই যুবতীর যদি মনে হয় তাহলে তিনি না করবেন। হয়তো তখন ওই যুবতীও ভেবেছিলেন যুবকটি কিছুদিন হয়তো এমন প্রস্তাব দিতে থাকবেন। তারপর নিজে থেকেই হাল ছেড়ে দেবেন।
সেটা কিন্তু বাস্তবে হয়নি। বরং বাস্তবে লিউক নামে ওই যুবক সারা নামে ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দিতেই থাকেন। যাকে বলা হয় প্রোপোজ করা। এটা একটা সময় অন্তর চলতেই থাকে। আর যুবতীও তাঁকে টানা না করে যেতেই থাকেন।
আর এভাবেই কেটে যায় ৭টি বছর। এই ৭ বছরে ওই যুবক সারাকে ৪২ বার প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন। প্রতিবারই তাঁকে না শুনতে হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি।
ব্রিটেনের বাসিন্দা লিউক এবার সারাকে গ্রিনিচে নিয়ে যান। তারপর ০ ডিগ্রি দ্রাঘিমার সেই শহরে দাঁড়িয়ে সারাকে ফের প্রেমের প্রস্তাব দেন। আর না করেননি সারা। লিউকের এই ৭ বছরের নাছোড় প্রেম অবশেষে সার্থক রূপ পায়।
বিয়েও করে ফেলেন ৩৮ বছরের সারা এবং ৩৬ বছরের লিউক। এই ঘটনা রীতিমত খবর হয়ে গেছে সারা বিশ্বে। একজন প্রেমিকের এই হাল না ছাড়া প্রেমের কাহিনি সংবাদপত্রের পাতায় পাতায় ঘুরছে।