World

ভোররাতে তীব্র বোমা বিস্ফোরণ, মৃত ১০ সেনা

ভোর রাতে আচমকাই কেঁপে উঠল এলাকা। পাশেই সেনা চেকপোস্ট। তার কাছেই হয় বিস্ফোরণ। তখন চেকপোস্টে সেনারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্টের বড়সড় ক্ষতি হয়। কর্তব্যরত সেনাকর্মীরা ছিটকে পড়েন এদিক ওদিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত হন কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। চারদিক বারুদের গন্ধে ভরে যায়। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টের সময় ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের একটি চেকপোস্টে। ঘটনার দায় স্বীকার করেছে তালিবান। প্রসঙ্গত হেলমন্দ প্রদেশ তালিবানের শক্ত ঘাঁটি। যদিও ক্রমশ তালিবানকে কোণঠাসা করে বিভিন্ন এলাকা থেকে হটিয়ে দিয়ে সেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে আফগান সেনা। আকাশপথে তালিবান ঘাঁটি খুঁজে খুঁজে চলছে আক্রমণ। এছাড়া সেনারা স্থলপথেও আক্রমণ হানছে তালিবান ডেরায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেনা আক্রমণ যত তীব্র হচ্ছে ততই পিছু হঠতে বাধ্য হচ্ছে তালিবান। তবে আফগানিস্তানে আইএস এখন আবার নতুন করে নিজেদের ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে। আইএসআইএস-কে সিরিয়া ও ইরাক থেকে অনেকটাই মুছে দেওয়া গিয়েছে। ফলে তারা এবার আফগানিস্তানে নিজেদের ঘাঁটি তৈরির চেষ্টায়। আইএস বেশ কিছু বিস্ফোরণের ঘটনাও আফগানিস্তানে ঘটিয়েছে। ফলে আফগান প্রশাসনের জন্য এ আবার নতুন উপদ্রব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *