রাজ্য সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
রাজ্য সরকারি কর্মচারিদের জন্য অবশ্যই আনন্দের খবর। তাঁদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৪ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

রাজ্য সরকারি কর্মচারিদের বহুদিনের ডিএ-র দাবিতে কিছুটা হলেও প্রাপ্তির আলো জ্বলে উঠল। সুপ্রিম কোর্টের ২ বিচারপতির বেঞ্চ এদিন যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্য সরকারি কর্মচারিদের মুখের হাসি চওড়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ এদিন ডিএ মামলার বকেয়ার একটা অংশ মেটানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এদিন প্রথমে ৫০ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাই বলে।
কিন্তু রাজ্যসরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান এখনই ৫০ শতাংশ ডিএ মেটাতে গেলে রাজ্যসরকারের পক্ষে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। তখন সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় ৪ সপ্তাহের মধ্যে অন্তত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যসরকারকে।
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ নেহাত কম নয়। এদিকে এখানেই শেষ নয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ এটাও জানায়, বাকি ডিএ নিয়ে আগামী অগাস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ নিয়ে বিশাল ফারাকের বিষয়টি তুলে ধরছিলেন। তাঁরা দাবি জানাচ্ছিলেন তাঁদেরও যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দেওয়া হয়।
এখন তাঁরা ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা পাচ্ছেন ৫৫ শতাংশ। ফলে ফারাক ৩৭ শতাংশের। আপাতত সুপ্রিম নির্দেশে সেই ফারাক কিছুটা হলেও কমার আশা দেখছেন রাজ্য সরকারি কর্মচারিরা।