Entertainment

লাইটার দিয়ে চা বানাতে মগ্ন সানি লিওন, নেট দুনিয়ায় হাসির রোল

ভক্তদের কাছে তিনি ‘বেবি ডল’। তাঁর ‘পিঙ্ক লিপস’-এর সম্মোহনে মুগ্ধ দুনিয়াবাসী। সোশ্যাল মিডিয়ায় সেই গোলাপি রঙয়ের জাদু নিয়ে আরও একবার হাজির হয়েছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন পর্নস্টার। সবুজ বাগানে গোলাপি রঙের সুন্দর একটি চায়ের কেটলি গাছের কাটা ডালে ঝোলানো। সেই কেটলির তলায় লাইটার হাতে ঘাসের ওপর বসে আছেন সানি। মন দিয়ে লাইটারের আগুনের উত্তাপে কেটলিতে চা বানানোর চেষ্টা করছেন তিনি। ছবিতে সানিকে এই নতুন অবতারে দেখে তো বেজায় অবাক বনেছেন তাঁর অনুরাগীরা। সানি না হয় তাঁর যেকোনও ছবি বা ভিডিওতে অনুরাগের উষ্ণতা ছড়ান ভক্তদের বুকে। তা বলে কি লাইটারের আগুন দিয়ে কেটলির জলে উষ্ণতা ছড়ানো সম্ভব? লাইটারের আগুনে তো আর বাস্তবে চা বানানো যায় না। সেকথা জেনেও কেন এমন হাস্যকর কাজ করার চেষ্টা করতে গেলেন সানি? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে নেটিজেনদের।

সানি কি তবে ১ মাস পর চা বানিয়ে খেতে চাইছেন? অভিনেত্রীর দিকে এই ভাষাতেই কটাক্ষের তির ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। কেউ আবার সানির এমন অদ্ভুত অবান্তর প্রচেষ্টাকে ‘বীরবলের খিচুড়ি’ নামে আখ্যা দিয়েছেন। মজা করে আবার কেউ অভিনেত্রীকে ধূপ দিয়ে কেটলিতে চা বানানোর পরামর্শও দিয়েছেন। সানিকে ‘বিউটি উইদাউট ব্রেন’ বলে বিদ্রূপ করতে ছাড়েননি অনেকে। ইন্সটাগ্রামে তাঁর পোস্টের ক্যাপশনে যদিও লাইটার দিয়ে চা বানানোর ব্যর্থতার কথা আগেই স্বীকার করেছেন সানি। ভক্তদের সাফ জানিয়ে দিয়েছেন, লাইটার দিয়ে চা বানিয়ে লাভ নেই। আদতে এই কৌশল কোনও কাজের নয়। তবে কি নেটিজেনদের বিরূপ সমালোচনার ঝড় আছড়ে পড়ার ইঙ্গিত আগেই পেয়েছিলেন সানি? সেই প্রশ্নের কোনও জবাব অবশ্য মেলেনি অভিনেত্রীর তরফ থেকে। তবে গোলাপি কেটলির তলায় ঠায় লাইটার ধরে বসে থাকার ছবি বেশ শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *