Sports

অঙ্গ বিভ্রাটে দৌড়বীর

মানুষের জীবনে বিপত্তি কত ভাবেই না আসে। কখনও কখনও এমন ঘটনা ঘটে যা হয়ত ঠাওর করতে পারলেও সমস্যার সমাধান করতে গেলে আসল উদ্দেশ্যটাই চুরমার হয়ে যাবে। তেমনই একটি ঘটনা ঘটল শ্লোভাকিয়ার ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা কোশিসা পিস ম্যারাথনে। গত অক্টোবর মাসে হওয়া এবছরের প্রতিযোগিতার দশম স্থান অধিকার করেন জোসেফ আরবান নামে ৩১ বছর বয়সী এক দৌড়বীর। তবে তাঁর এই সাফল্য অর্জনের পথে ঘটে যায় এক ভয়ানক বিপত্তি। নিজের শরীরের একটি অঙ্গ হঠাৎ করে বিদ্রোহ করে বসে জোসেফের বিরুদ্ধে।

ঘটনাটা ঠিক এরকম। প্রতিযোগিতা তখন চরম পর্বে। সমস্ত প্রতিযোগীর মনোযোগ ট্র্যাকের দিকে, নিজের গতির তারতম্য ঘটিয়ে এগিয়ে যাওযার লড়াই। সেই সময় হঠাৎ করে জোসেফের গোপন অঙ্গটি তাঁর শর্টস-এর ফাঁক গলে বেড়িয়ে পড়ে বাইরে। উন্মুক্ত অঙ্গটি অদ্ভুত ভাবে দোদুল্যমান অবস্থায় এগোতে থাকে জোসেফের সাথে। জোসেফ হয়ত সেই সময় এতটাই মনোযোগী ছিলেন রেস নিয়ে যে ওই দিকে মন দেওয়ার চেষ্টাই তিনি করেননি। অথবা তিনি হয়ত জেনে বুঝেই নিজের পারফরম্যান্সের কথা মাথায় রেখে ব্যাপারটিকে অবহেলা করেন। কিন্তু দৃষ্টিকটু ভাবে তাঁর পুরুষাঙ্গটি প্যান্টের বাইরে ঝুলতে থাকে। দর্শকরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে তাঁরা বিষয়টি নিয়ে হাসি ঠাট্টার রাস্তায় না হেঁটে জোসেফের স্পোর্টস ম্যান স্পিরিটের প্রশংসায় হাততালি দিতে থাকেন, উৎসাহ যোগান আকস্মিক সমস্যা জর্জরিত জোসেফকে। তবে সমস্ত বিভ্রাট কাটিয়ে জোসেফ নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এবার। আগের বারের তুলনায় এবছর ২৭ সেকেন্ড কম সময়ে দৌড় সমাপ্ত করেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *