World

তাঁকে ডিভোর্স দিয়েছিলেন স্বামী, স্বামীর মৃত্যুর পর জানতে পারলেন স্ত্রী

তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি জানতে পারলেন যে তাঁকে ডিভোর্স দিয়েছিলেন স্বামী। তাও আবার সাক্ষী রেখেই ডিভোর্স দেন তিনি। একদম আইন মেনে।

স্বামীর মৃত্যুর পর শোকপ্রকাশ, শোক বিহ্বল সময় কেটেছে গোটা পরিবারের। সেই ধাক্কা কাটিয়ে এরপর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পালা। সেই সময় মৃতের স্ত্রীকেই উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন মৃতের ছেলেরা। এই নিয়ে অশান্তি বাঁধে।

বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী। ছেলেদের বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়। সেখানে মৃতের ছেলেরা জানান, ওই মহিলাকে তাঁদের বাবা বিয়ে করেছিলেন এটা ঠিক। কিন্তু মারা যাওয়ার আগে তাঁকে ডিভোর্সও দিয়ে দেন। ফলে ওই মহিলার আর উত্তরাধিকারের অংশ পাওয়ার অধিকার নেই।

ওই মহিলা জানান, তাঁকে ডিভোর্স দেওয়া হয়েছে কিন্তু তাঁরই জানা নেই! তিনি তো এখন জানছেন এমনটা নাকি হয়েছে। আদালত জানতে চায় ডিভোর্স যে দেওয়া হয়েছে তার প্রমাণ ছেলেদের কাছে আছে কিনা। তাঁরা সেই কাগজ দেখান যাতে ওই ব্যক্তির টিপ সই রয়েছে।

সেই ডিভোর্সের কাগজে ২ জন সাক্ষীকে সামনে রেখেই টিপ সই দিয়েছিলেন মৃত ব্যক্তি। তাও আবার হাসপাতালে ভর্তি হওয়ার আগে। ওই ২ ব্যক্তিও আদালতকে সেকথা জানান।

ছেলেরা দাবি করেন ওই মহিলাকে যেহেতু তাঁদের বাবা মৃত্যুর আগে ডিভোর্স দিয়ে গেছেন, তাই তাঁর আর সম্পত্তিতে ভাগ থাকতে পারেনা।

আদালত ২ পক্ষের কথা শোনার পর ওই মহিলার বিরুদ্ধেই রায় দেয়। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মক্কায়। মক্কার আদালতেই এই শুনানি হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *