Entertainment

নিজের ভক্তদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে বললেন সলমন খান

সুশান্ত সিং রাজপুতের ভক্তদের পাশে থাকা তাঁদের ভরসা দেওয়ার জন্য নিজের ফ্যানদের অনুরোধ করলেন সলমন খান।

মুম্বই : বলিউড সুপারস্টার সলমন খান সোশ্যাল সাইটে তাঁর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তদের পাশে যেন তাঁরা এই সময় থাকেন। কটূক্তির কথা মনে রাখার সময় এটা নয়। বরং স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানো, সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানো উচিত বলে ভক্তদের অনুরোধ করেছেন তিনি। গত শনিবার রাতে এই ট্যুইট করেন সলমন। সুশান্তের মৃত্যুর পর শুধু নেটিজেন বলেই নয়, নাম না করে কার্যত সলমনের দিকে তির ছুঁড়েছেন বলিউডের অনেকেও।

Salman Khan
ফাইল : দাবাং ৩-এর ট্রেলার লঞ্চে সলমন খান, ছবি – আইএএনএস

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে স্বজনপোষণ ও বলিউডে তৈরি গোষ্ঠীর সবকিছু কুক্ষিগত রাখার ফল বলে দাবি করে অনেকেই মুখ খুলছেন। ‘হ্যাশট্যাগ জাস্টিসফরসুশান্ত’ নাম দিয়ে ট্যুইটারে নেটিজেনরা বলিউডের অনেক প্রতিষ্ঠিত নামের তুলোধোনা করছেন। বলিউডে এক প্রবল ঝড় উঠেছে। সুশান্তের মৃত্যুর পর পাটনার রাস্তায় সলমন খান ও করণ জোহরের কুশপুতুল দাহ করেন সুশান্তের ভক্তরা।

সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করে মুজফ্ফরপুর আদালতে এক আইনজীবী সলমন খান, একতা কাপুর, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার ও সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছেন। এমন এক পরিস্থিতিতে কার্যত যাঁদের দিকে আঙুল উঠছে তাঁদের মুখ খুলতে দেখা যায়নি। অবশেষে সলমন মুখ খুললেন। ট্যুইট করলেন ভক্তদের উদ্দেশ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button