Entertainment

ভিলেনকে দেড় কোটি টাকার গাড়ি উপহার দিলেন সলমন খান

সলমন খান অভিনীত দাবাং সিরিজের ‘দাবাং ৩’ পর্দা কাঁপাচ্ছে। দারুণ সাফল্য পেয়েছে সলমনের এই সিনেমা। তাঁর অভিনীত চরিত্র চুলবুল পাণ্ডে আবার হিট। এই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণী সিনেমার নায়ক কিচ্চা সুদীপ। সিনেমায় সুদীপ ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া যেমন একটা দারুণ উপহার ছিল সুদীপের জন্য, তেমনই একটি গাড়ি। যার দাম দেড় কোটি টাকা।

সুদীপকে দাবাং ৩-এর সাফল্যে খুশি হয়ে দেড় কোটি টাকার একটি বিএমডব্লিউ এম৫ গাড়ি উপহার দিয়েছেন সলমন খান। সিনেমার ভিলেনকে হিরোর উপহার। গাড়িটি সলমনের হাত থেকে উপহার হিসাবে পেয়ে আপ্লুত সুদীপ। জানিয়েছেন সলমন খান স্যারের সঙ্গে অভিনয় করতে পেরে তিনি ধন্য। সলমন নাকি তাঁকে বলেছিলেন, ভাল তাঁর সঙ্গে হয় যিনি নিজে ভাল করেন। সেই ভালটাই তাঁর সঙ্গে হল।

সলমন নাকি নিজে গিয়ে তাঁকে গাড়িটি উপহার দেন। সাদা বিএমডব্লিউ গাড়িটির দাম ১ কোটি ৫৪ লক্ষ টাকা। পরে সেই গাড়ি ও সলমন খানের সঙ্গে একগুচ্ছ ছবিও তোলেন সুদীপ। সলমনকে জানান, তিনি ও তাঁর পরিবার সলমন স্যারের কাছে এই উপহার পেয়ে দারুণ খুশি। দাবাং ৩-এর পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমায় সলমন খানের সঙ্গে রয়েছেন সোনাক্ষী সিনহা ও সাই মঞ্জরেকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *