World

সাদা হয়ে গেল হলুদ বালির সাহারা মরুভূমি

বিশ্বে মরুভূমির কথা হলে যে নামটা প্রথমে মনে আসে সেটা হল সাহারা। হলুদ বালির অনন্ত প্রান্তর। আশ্চর্য ভাবে সেই মরুভূমি হলুদ থেকে সাদা হয়ে গেল।

সাহারা মরুভূমি। ৯২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত উত্তর আফ্রিকার এই মরুভূমি সব সময়ই বিশ্বের মানুষের নজর কেড়েছে। হলুদ বালির মরুভূমি হিসাবে সাহারাই হল বিশ্বের বৃহত্তম মরুভূমি।

সাহারার চেয়েও ২টি বড় মরুভূমি আছে ঠিকই, তবে সে ২টিই বরফে মোড়া। সবচেয়ে বড় হল অ্যান্টার্কটিক মরুভূমি এবং দ্বিতীয় বৃহত্তম হল আর্কটিক মরুভূমি। বালির মরুভূমির তালিকায় সাহারাই বড়। সেই সাহারাই এবার সাদা হয়ে গেল।

মরুভূমি বললেই যেটা মনে পড়ে সেটা হল অতি শুকনো এলাকা। যেখানে বৃষ্টি অতি বিরল এক ঘটনা। প্রবল গরম এমন এক প্রান্তর যার মাঝে দাঁড়িয়ে একটাই কথা মনে হয়, এর শেষ নেই!

সেই সাহারা মরুভূমি এখন যে রূপ নিয়েছে তা ভাবনার অতীত। সাহারা মরুভূমিতে তুষারপাত। তুষারপাতে সাদা হয়ে গেছে সাহারার অনেক জায়গা। হলুদ বালি হারিয়ে গেছে সাদা বরফের চাদরের তলায়।

ইউরোপ থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আর ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা আর্দ্র বাতাস সাহারার ওপর একে অপরের সংস্পর্শে আসার পর এই আশ্চর্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাহারায় তুষারপাত হয়েছে। ফলে পর্যটকেরা হাজির হয়েছেন এই অতি আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করতে।

সাহারা মরুভূমিতে যে বালির পাহাড়গুলি রয়েছে, তা এখন সাদা হয়ে গেছে। সেই বরফের ওপর শুয়ে গড়াগড়ি দিয়ে আনন্দ উপভোগ করেন পর্যটকেরা।

একটা ভয়ংকর গরম মরুভূমিতে এখন বরফ পড়ার জেরে বেশ উপভোগ্য আবহাওয়া তৈরি হয়েছে। যেখানে পর্যটকদের গরম পোশাক পরতে হচ্ছে। সাহারায় ঘুরতে গিয়ে গায়ে গরম পোশাক পরতে হচ্ছে, এটাও বিশ্ববাসীকে আশ্চর্য করছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *