SciTech

পৃথিবীর সবচেয়ে পুরনো রংয়ের খোঁজ মিলল সাহারায়

দীর্ঘদিনই মানুষের মনে প্রশ্ন ছিল যে বিশ্বের সবচেয়ে পুরনো রং কী। মরুভূমির পাথরের অনেক গভীর থেকে মিলল এই প্রশ্নের উত্তর।


কয়েক লক্ষ কোটি বছর আগে পৃথিবীকে প্রথম যে রং পাওয়া গিয়েছিল তা ছিল উজ্জ্বল গোলাপি। যা সাহারা মরুভূমির পাথরের অনেক গভীর থেকে খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ান কয়েকজন গবেষক।


সূর্যের আলো শুষে নিতে পারে এমন ক্লোরোফিল ফসিল থেকে এই রংয়ের উৎপত্তি হয় বলে মনে করছেন তাঁরা। ফসিলগুলি ছিল লাল থেকে শুরু করে বেগুনি রংয়ের। শক্ত অবস্থায় নানা রং থাকলেও তা গলে গেলে তৈরি হত উজ্জ্বল গোলাপি রং।


Pink
উজ্জ্বল গোলাপি রং

বিশ্বের বিভিন্ন প্রথমসারির পত্রপত্রিকায় প্রকাশিত এই খবর নিয়ে রীতিমত হৈচৈ শুরু হয়েছে। এ নিয়ে দীর্ঘদিনই মানুষের মনে প্রশ্ন ছিল যে বিশ্বের সবচেয়ে পুরনো রং কী? এই গবেষণার পর উজ্জ্বল গোলাপি রংই বিশ্বের আদি রং।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *