
অলিম্পিকের শুরু থেকেই বিভিন্ন ইভেন্টে হতাশাই উপহার পেয়েছেন ভারতবাসী। ফলে পদকের আসা কার্যত ছেড়েই দিয়েছিলেন সকলে। সেখানে আচমকা সম্ভাবনার ব্র্যাকেটে না থেকেও ভারতের হয়ে পদক এনে দিয়েছেন সাক্ষী মালিক। ফলে হঠাৎ প্রাপ্তির খুশিটা চেপে রাখতে পারছেন না কেউই। সাক্ষীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সাক্ষী দেশের মুখ উজ্জ্বল করেছেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। এদিকে হরিয়ানার মেয়ে সাক্ষীকে আড়াই কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। দেওয়া হচ্ছে সরকারি চাকরিও।