Entertainment

এবার রানু মণ্ডলকে লেডি জোকার বলে আক্রমণ

রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছেন তিনি। রেল স্টেশনে বসে গান গাওয়া থেকে হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছেন বলিউড সিনেমায়। প্রায় রূপকথার মত উত্থান হওয়া রানু মণ্ডল যদি রাতারাতি এই জায়গায় পৌঁছে থাকেন তাহলে তার পূর্ণ শ্রেয় যায় সোশ্যাল সাইটের ঝুলিতে। নেটিজেনরাই তাঁকে রানু মণ্ডল বানিয়েছেন। আর সেই মাথায় তোলা নেটিজেনরাই এখন রানুকে প্রায়দিন কটাক্ষ, সমালোচনায় ব্যস্ত। তার কারণ অবশ্য রানু নিজেই। অন্তত তেমনই মনে করছেন অনেকে। তিনিই এমন কাণ্ড ঘটান তাতে যাতে তিনি সমালোচনার মুখে পড়েন।

সম্প্রতি রানু মণ্ডলকে একটি দোকানে এক তরুণী দেখতে পান। তিনি এগিয়ে এসে রানুর হাতে টোকা দিয়ে একটি সেলফি তুলতে চান তাঁর সঙ্গে। জানান তিনি রানুর ফ্যান। কিন্তু তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন রানু। সেই ভিডিও ভাইরালও হয়। রানু মণ্ডল সমালোচিত হন। তাঁর রানাঘাট স্টেশনে বসে গাওয়া গান যিনি মোবাইলে তুলে সোশ্যাল সাইটে ছড়িয়ে দেন, সেই মানুষটাকেও এখন অস্বীকার করেন রানু। বলেন তিনি কিছু করেননি। ফের সমালোচনা। এবার রানু মণ্ডল সমালোচিত হলেন লেহেঙ্গায় সেজে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

লেহেঙ্গার সঙ্গে মানানসই পোশাক, সঙ্গে মেকআপ। রানুর সেই ছবি সামনে আসতেই নেট দুনিয়া জুড়ে হাসিঠাট্টা শুরু হয়ে গেছে। কেউ ঠাট্টা করে বলেন, রানুর উচিত ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনে ইয়ামি গৌতমকে সরিয়ে জায়গা করে নেওয়া। কেউ লিখেছেন, মনে হচ্ছে যেন হোলির দিন কেউ না তোলা যায় এমন সোনালি রং লেপে দিয়েছে। কেউ আবার রানুকে লেডি জোকার বলে সম্বোধন করেছেন। তৈরি হয়েছে অজস্র মিম। যা সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। যেখানে বিশ্বখ্যাত সিনেমা যেমন দ্যা নান, গেম অফ থ্রোনস, জোকার সহ বিভিন্ন সিনেমার পোস্টার বা অংশ নিয়ে রানুকে নিয়ে মজা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *