Entertainment

রানু মণ্ডলের বায়োপিক, রানুর ভূমিকায় বাংলার অভিনেত্রী

রাণাঘাট স্টেশনে বসে গান গাওয়া রানু মণ্ডল এখন ইন্টারনেট জগতে আলোড়ন ফেলা এক শিল্পী। তাঁর এই উত্থান অনেকটা রূপকথার গল্পের মত। এত দ্রুত যে কেউ প্ল্যাটফর্ম থেকে সাফল্যের শিখর ছুঁতে পারেন তার এক জ্বলন্ত উদাহরণ রানু। ইতিমধ্যেই তিনি হিন্দি সিনেমায় গান গাইছেন। হিমেশ রেশমিয়ার মত গায়ক-সঙ্গীত পরিচালক তাঁকে দিয়ে গান গাইয়েছেন তাঁর সিনেমায়। ফলে রানু এখন সেলেব্রিটি।

রানু মণ্ডলের এই প্ল্যাটফর্ম থেকে বলিউড পৌঁছনোর স্বপ্নের সফর, তাঁর আগের জীবন, এসব নিয়েই এবার তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। লতা মঙ্গেশকরের গান তাঁর গলায় শোনার পর অনেক বোদ্ধা মেনে নিয়েছেন রানুর গলা ভগবানের দান। তালিম ছাড়া একজন এত ভাল গাইতে পারেন তা তাঁরা না দেখলে না শুনলে বিশ্বাস করতে পারতেন না। ফলেই রানুর জীবন এবার পর্দায় তুলে আনছেন সাংবাদিক তথা স্বাধীন চিত্র পরিচালক হৃষীকেশ মণ্ডল। আর তিনি মনে করেন রানু চরিত্রকে যদি কেউ সবচেয়ে সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তো তিনি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

তিনি যে এই অফার পেয়েছেন তা সংবাদ সংস্থার কাছে স্বীকার করে নিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তবে তিনি এও জানিয়েছেন এখনও স্ক্রিপ্ট হাতে আসেনি। তাই এখনই হ্যাঁ বলেননি। স্ক্রিপ্ট পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যদিও হৃষীকেশ চাইছেন সুদীপ্তা চক্রবর্তীই রানুর চরিত্রে অভিনয় করুন। তিনি এও বলেন যে মানুষ রানু মণ্ডলের নাম জানেন। এখন তাঁরা জানতে চাইছেন রানুর জীবনের কথা। তা পর্দায় ফুটিয়ে তোলা হলে মানুষের সেই কৌতূহল অনেকটা মিটবে। বায়োপিকটির নামও ঠিক হয়ে গেছে। নাম হচ্ছে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *