Entertainment

অকালে প্রয়াত পর্দা কাঁপানো হাস্যকৌতুক অভিনেতা

বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। কিন্তু নাম ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাঁর মুখ চেনেন না এমন সিনেমামোদী দর্শক সারা ভারতে কম আছেন। হতে পারে তিনি দক্ষিণী সিনেমায় কমেডিয়ান। কিন্তু দক্ষিণী কমেডিয়ান ব্রহ্মানন্দের মতই তাঁর সুখ্যাতি ছিল। ইতিমধ্যেই করে ফেলেছেন ১৭০টি সিনেমা। প্রথমসারির কমেডিয়ান হিসাবেই পরিগণিত হতেন তিনি। সেই বেণুমাধব চলে গেলেন মাত্র ৩৯ বছর বয়সে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রায় ২ সপ্তাহ হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার ছাড়া পান হাসপাতাল থেকে। কিন্তু বাড়ি আনার পর সোমবার থেকে ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে। গত মঙ্গলবার তাঁকে ফের হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। তাঁর কিডনি প্রায় কাজই করছিল না। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। বুধবার দুপুর ১২টা ২০ নাগাদ মৃত্যু হয় বেণুমাধবের।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তেলেগু সিনেমা জগতে শোকের ছায়া নেমে আসে। অনেক প্রথমসারির অভিনেতা, অভিনেত্রী তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন। বহু সাধারণ মানুষও হাজির হন। দক্ষিণে সিনেমার কদর যথেষ্ট। সিনেমার অভিনেতা, অভিনেত্রীরাও যথেষ্ট জনপ্রিয় হন। আর সেখানে বেণুমাধব তো ছিলেন বহু মানুষের পছন্দের অভিনেতা। ফলে হাসপাতালেই ভিড় জমে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *