বিয়ে পিছনোর প্রশ্নই নেই, হাঁটুজলে দাঁড়িয়েই বিয়ে করলেন যুবক যুবতী
চারধারে শুধু জল আর জল। সেই জলে কারও হাঁটু ডুবছে তো কারও কোমর। পাত্রপাত্রী যেখানে ছিলেন সেখানে হাঁটু সমান জল। সেখানে দাঁড়িয়েই বিয়ে করলেন তাঁরা।

বিয়ের দিন আগেই স্থির হয়েছিল। অতিথিদেরও বলা হয়ে গেছে। তখন তো আর আবহাওয়া কি রূপ নেবে তা জানা ছিলনা। কিন্তু আবহাওয়া বদলাল। আর এমন পরিস্থিতি হল যে ওইদিন বিয়েটা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।
কিন্তু পাত্রপাত্রী স্থির করেন তাঁরা পিছপা হবেন না। বিয়েটা তাঁরা ওইদিনই করবেন। কিন্তু যেখানে বিয়েটা হবে সেই পবিত্র স্থানই তো হাঁটুজলে ডুবে গেছে। সেই পরিস্থিতিও পিছপা করতে পারেনি যুবক যুবতীকে। তাঁরা তার মধ্যেই হাঁটুজলে বিয়ে করলেন। বিয়ে হল প্রথা মেনেই।
ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে। যেখানে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়ার পর কার্যত বহু জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এত প্রবল বৃষ্টি হয়েছে যে কোথাও বুক জল, কোথাও কোমর জল তো কোথাও হাঁটুজল।
এমন ভয়ংকর জলবন্দি দশা যে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বন্যা এমন ভয়ংকর চেহারা নেয় যে ১৪ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। ৭ জনের প্রাণ কেড়েছে বন্যা। বহু বাড়ি জলে ডুবেছে।
এমন এক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও বিয়ে কিন্তু পিছিয়ে দেওয়ার রাস্তায় হাঁটেননি ফিলিপিন্সের যুবক যুবতী। তাঁরা বারাসোয়াইন গির্জায় পূর্ব নির্ধারিত দিনক্ষণ মেনেই বিয়ে করেন।
পাত্রীর সাদা বিয়ের পোশাকের নিচের অংশ জলে ভাসছিল। পাত্রের পরনে ছিল বিয়ের সাদা কোট ও কালো প্যান্ট। সেই প্যান্ট হাঁটু পর্যন্ত মুড়েই হাঁটুজলে দাঁড়িয়ে বিয়ে করলেন তাঁরা।
অতিথিরাও হাঁটুজলে দাঁড়িয়েই তাঁদের অভিনন্দন জানালেন। কারণ মালোলোস-এর ওই গির্জায় বন্যার জল ঢুকেছে। গির্জার ভিতরটাও হাঁটুজলের তলায়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও বিয়ের দিন কিছুটা না পিছিয়ে হাঁটুজলে দাঁড়িয়ে এই বিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে।