Sports

চরম হতাশায় আক্রান্ত কিংবদন্তী ফুটবলার পেলে

ফুটবলে যদি কোনও নাম রূপকথা রচনা করে থাকে তবে তিনি পেলে। ব্রাজিলের এই ফরওয়ার্ডের হাত ধরেই পরপর বিশ্বজয় করেছে ব্রাজিল। পেলে একাই তখন এক অতিমানব। ফুটবলের স্বপ্নের নায়ক। ব্রাজিল তো বটেই, পেলের প্রেমে তখন উত্তাল ছিল গোটা বিশ্ব। ব্ল্যাক পার্ল নামে খ্যাত বিশ্ব ফুটবলের সেই কিংবদন্তী এখন নাকি চরম হতাশায় আক্রান্ত। তাঁর ছেলে একথা জানিয়েছেন। পেলে হতাশ শুনে এখনও বিশ্বের অনেকেই চিন্তিত। অনেকেই হতাশ। কেন এমন হল? প্রশ্ন সকলের।

পেলে-র ছেলে ইডিনহো জানিয়েছেন, তাঁরা বাবা চিরদিন সম্রাটের মত জীবন কাটিয়েছেন। তিনি ফুটবলের রাজা। সেই মানুষটা গত কয়েক বছরে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কখনও তাঁর মূত্রনালিতে সমস্যা হয়েছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছেন সে কারণে। আবার পেলের নিতম্ব বদল করা হয়। বড় অপারেশন ছিল। সে অপারেশন সফল হলেও এখন তাঁকে ক্র্যাচ নিয়ে ঘরে হাঁটতে হয়। বাড়ি থেকে বার হতে পারেননা।

পরপর নানা অসুখে আক্রান্ত হতে হতে ৭৯ বছরের পেলে এখন বড়ই স্থবির হয়ে পড়েছেন। বাইরের কারও সঙ্গে কথা বলতে চান না এখন। ক্রমশ একটা হতাশা তাঁকে ঘিরে ধরেছে। দিনকে দিন বাড়ছে এই হতাশার সমস্যা। ছেলে ইডিনহো-র দাবি, নিতম্বের অপারেশন থেকে সেই যে পেলে উত্থান শক্তি অনেকটা হারিয়েছেন। সেটাই তাঁর হতাশায় চলে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আপাতত তাই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ফুটবল মাঠের রূপকথার নায়ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button