World

সিংহ বিক্রি আছে, দাম মোষের চেয়ে অনেক কম, উৎসাহের পারদ চড়ছে

মোষের দাম বেশি। সিংহের দাম তার তুলনায় অনেক কম। একে তো আইনতই সিংহ কেনা যায় এখানে। তায় আবার দাম এত কম। উৎসাহীর সংখ্যা তাই বাড়ছে।

অগাস্টের শুরুতেই ১২টি সিংহ বিক্রি হতে চলেছে। সবকটিই আফ্রিকান লায়ন। প্রতি সিংহ কিনতে যে দাম মোটামুটি ফেলা হয়েছে তা একটি মোষের দামের অর্ধেক বা তার চেয়েও অনেক কম।

একদিকে যখন সিংহের খোরাকি জোগাড়ে হিমসিম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহ বেচতে উঠে পড়ে লেগেছে, সেখানে সিংহ বিক্রি আছে জানার পরই ক্রেতাদের মধ্যে কোমর কষা শুরু হয়েছে। কে সিংহ কিনে বাড়ি নিয়ে যাবেন তার তোরজোড় শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এই ছবি সামনে এল পাকিস্তানে। পাকিস্তানের বাজারে একটি মোষের দাম পড়ে সে দেশের মুদ্রায় কমপক্ষে সাড়ে ৩ লক্ষ টাকা। সেখান থেকে ১০ লক্ষ টাকাতেও মোষ বিক্রি হয়।

আর পাকিস্তানেরই লাহোর সাফারি চিড়িয়াখানা ঘোষণা করেছে তারা ১২টি সিংহ আপাতত বেচে দিতে চায়। সিংহদের ভরণপোষণের খরচ তারা আর টেনে উঠতে পারছেনা।

আর পাকিস্তানে সিংহ কেনা যায়। ফলে চিড়িয়াখানা সিংহ পিছু দাম ফেলেছে ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা। বলাই বাহুল্য যে দাম কমপক্ষে মোষের অর্ধেক।

এভাবে সিংহ বেচে চিড়িয়াখানা তাদের ঘাড় থেকে ১২টি সিংহের খরচের বোঝাই শুধু নামাতে চাইছে না, সেইসঙ্গে তারা সিংহ বেচার টাকায় বাকি পশুপাখিদের যত্নে রাখার বন্দোবস্তও পাকা করতে চাইছে। এখন দেখার যে কারা এই সিংহ বাড়ি নিয়ে যেতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *