Sports

অলিম্পিকে নামতে পারবেনা ৩ বারের সোনাজয়ী পাক হকি দল

টোকিও অলিম্পিকে এবার দেখা যাবে না পাকিস্তানের হকি দলকে। হকি দুনিয়ায় ভারত তো বটেই, পাকিস্তানের হকি দলেরও যথেষ্ট সুনাম ছিল। অন্তত গত শতাব্দীতে ভারতের পাশাপাশি কিছুটা হলেও পাকিস্তানের পুরুষ হকি দল অলিম্পিকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিগণিত হত। সেই পাকিস্তান পুরুষ হকি দল এবার টোকিও অলিম্পিকে নামতেই পারবে না। তাদের টিভিতেই অন্য দলের খেলা দেখতে হবে।

অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বিশ্রীভাবে হারল পাক দল। নেদারল্যান্ডসের কাছে ৬-১ গোলে পরাজিত হয় তারা। গোহারান হারা তাদের শুধু এই ম্যাচটাই হারাল না, টোকিও অলিম্পিকে নামার সুযোগও কেড়ে নিল। এমন লজ্জার হারের জন্য হয়তো প্রস্তুত ছিলনা পাক দল। কিন্তু মাঠে যে আক্রমণাত্মক হকি খেলল নেদারল্যান্ডস তাতে পাক হকি দলকে পুরো সময়ে মাঠেই খুঁজে পাওয়া যায়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

১৯৬০, ১৯৬৮, ১৯৮৪ সালে অলিম্পিক থেকে সোনা জেতে পাক পুরুষ হকি দল। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে জেতে ব্রোঞ্জ। সেই পতনের শুরু। তারপর অলিম্পিকে নামার সুযোগ আদায় করতে পারলেও পদক জয় করতে পারেনি পাকিস্তান। এমনকি পদক জেতার মত পরিস্থিতিও তৈরি করতে পারেনি। তবু অলিম্পিকে নামার সুযোগটুকু পাচ্ছিল। এবার সেই যোগ্যতাও অর্জন করতে পারল না পাকিস্তানের পুরুষ হকি দল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *