Entertainment

আজব গণ্ডগোল, পদ্মে প্রিয়াঙ্কা চোপড়া


একটি সাদা কালো ছবি। আর তা ঘিরেই যত গোলযোগ। নিউ ইয়র্কের একটি প্রথমসারির ম্যাগাজিন এই ভ্রান্তিবিলাসের জন্য দায়ী। কারণও রয়েছে। ছবি একজনের গেছে। আর তাতে নাম গেছে অন্য একজনের। সেখানেই গণ্ডগোল। এত বড় ভুল! ২ জনই সেলেব্রিটি। একজন সুপার মডেল। অন্যজন অভিনেত্রী। দুজনেরই সূত্রবন্ধন ভারতের সঙ্গে। একজন পদ্মা লক্ষ্মী, অন্যজন প্রিয়াঙ্কা চোপড়া। ম্যাগাজিনটির কভার পেজে যে সাদা কালো ছবি গেছে সেটি পদ্মা লক্ষ্মীর। কিন্তু তার ওপর বড়বড় করে নাম লেখা প্রিয়াঙ্কা চোপড়া!


পদ্মা লক্ষ্মীকে প্রিয়াঙ্কা চোপড়া বলে ভুল করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হৈচৈ বেঁধে যায়। একজন লেখেন এ যেন মনে হচ্ছে ব্রিটনি স্পিয়ার্সের ছবিতে ক্রিস্টিনা আগুইলেরার নাম যাচ্ছে। অনেক সেলেব্রিটিও এই নিয়ে মন্তব্য করেছেন। এমন ভ্রান্তি নিয়ে অনেকে অবাকও হয়েছেন। কেন তাদের তরফে এমন ভুল হয়েছে তা নিয়ে অবশ্য মুখ খোলেনি ওই ম্যাগাজিন কর্তৃপক্ষ।


পদ্মা লক্ষ্মীর পাশেই দাঁড়িয়েছেন অনেকে। এমন ভুল হওয়া উচিত নয় বলেই জানিয়েছেন। কিন্তু যাঁকে নিয়ে গোল সেই পদ্মআ লক্ষ্মী কিন্তু জানিয়েছেন তিনি খুশি। ৭০ বা ৮০-র দশকে ভারতীয় কারও মুখ এখানে জায়গা পাবে এটাই ভাবা যেতনা। সেখানে ২ জন জন্মসূত্রে ভারতীয়কে নিয়ে এমন ভুল হল। পদ্মা লক্ষ্মীর জন্ম চেন্নাইতে হলেও এখন তিনি পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তিনি সুপার মডেল ছাড়াও একজন লেখিকা। বিখ্যাত লেখক সলমন রুশদি-র সঙ্গে তাঁর ৪ বছরের বৈবাহিক জীবনও কেটেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *