Kolkata

দলের তকমা ছাড়াই পড়ুয়াদের মিছিল, পুরোহিতদের নিয়ে পথে রাজীব

কোনও দলীয় ব্যানারের তলায় নয়। কোথাও কারও হাতে কোনও দলের পতাকা নেই। হাতে রয়েছে শুধু দেশের জাতীয় পতাকা। মাথায় কালো ব্যান্ড। তাতে লেখা নো এনপিআর, নো এনআরসি, নো সিএএ। মুখে স্লোগান। এভাবেই সোমবার মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিল করল বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কোনও দলের হয়ে নয়। পড়ুয়াদের এই মিছিল থেকে সংশোধিত নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসি-র বিরুদ্ধে স্বর তোলা হয়। এই মিছিল যে দলমত নির্বিশেষে গোটা ছাত্র সমাজের মিলিত বক্তব্য তা বোঝাতেই এদিন কোনও দলের পতাকা ছাত্রদের হাতে ছিলনা। ছিলনা কোনও ছাত্র সংগঠনের পতাকাও।

মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে শেষ হয় ধর্মতলায়। মিছিল থেকে উত্তরপ্রদেশে পুলিশি সন্ত্রাস চলছে বলেও দাবি করা হয়। তা বন্ধ করার দাবি ওঠে। ছাত্রছাত্রীদের এই মিছিল কিন্তু নজর কেড়েছে। বিশাল জমায়েতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। বহু ছাত্রছাত্রী পা মেলান এই মিছিলে। একদিকে যখন ছাত্রছাত্রীরা এখানে মিছিল করছেন তখন শহরের অন্য অংশে মিছিল করছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করেন রাজ্যের পুরোহিতরা। পুরোহিতদের এই মিছিল শুরু হয় রানি রাসমণি রোড থেকে। শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে। রাজ্যের বহু পুরোহিত এই মিছিলে অংশ নেন। রাজ্যের সব স্তরের, সব পেশার মানুষকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল করাই ছিল লক্ষ্য।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *