Entertainment

স্বামীকে নিয়ে হোলি খেললেন প্রিয়াঙ্কা, সঙ্গী হলেন ক্যাটরিনা, জ্যাকলিনরা

চলতি সপ্তাহেই স্বামী নিক জোনাসকে সঙ্গে করে ভারতে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর গত শুক্রবারই এক হোলি পার্টিতে দেখা গেল তাঁদের। জমিয়ে হোলি খেললেন ২ জনে। হোলি পার্টিটি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির কন্যা ইশা আম্বানি ও তাঁর স্বামী শিল্পপতি আনন্দ পিরামল। আনন্দ ও ইশার দেওয়া এই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেই পার্টিতে হোলির রঙে নিজে তো রাঙলেনই, সেইসঙ্গে স্বামী নিককেও রাঙিয়ে দিলেন প্রিয়াঙ্কা।

নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে হোলি খেললেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, ডায়ানা পেন্টি, রাজকুমার হিরানি, আর বাল্কি-র মত মানুষজন। এই পার্টিতে নিমন্ত্রিত অতিথি হিসাবে প্রথম হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তারপর একে একে হাজির হন অন্যরা। আম্বানি পরিবারও হাজির ছিল। কেবল ছিলেন না মুকেশ আম্বানি। এছাড়া নিতা আম্বানি, আকাশ আম্বানি, তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি সকলেই হাজির ছিলেন।

আম্বানিরা যেখানে রঙিন পোশাকেই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন, সেখানে ক্যাটরিনার পরনে ছিল সাদা হাতকাটা সালোয়ার কামিজ। জ্যাকলিন পরেছিলেন ফুলের ডিজাইনের লং স্কার্ট। ভিকি কৌশল পরেছিলেন সাদা জামা ও জিনস প্যান্ট। মুম্বইতে আনন্দ ও ইশার বাড়িতেই এই পার্টির আয়োজন হয়েছিল। সেই পার্টিতে হোলি খেলার পাশাপাশি প্রচুর ছবিও তোলেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button