Entertainment

২০১৮-র অস্কার জয়ী সেরার সেরা কারা? আসুন দেখে নেওয়া যাক

এক বছরের প্রতীক্ষা শেষ। আরও একবার ঝলসে উঠল অস্কারের মঞ্চ। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার সাক্ষী থাকল আরও এক ইতিহাসের। ৯০ তম অ্যাকাডেমি পুরস্কার বিজয়ীদের হাসিতে গমগমিয়ে উঠল ডলবি থিয়েটার। এবারের অস্কার বিজেতাদের নাম একে একে ঘোষণা করেন সঞ্চালক জিমি কিমেল। আলো ঝলমলে সেই অনুষ্ঠানে কেউ ঝুলি ভর্তি করে নিয়ে গেলেন একাধিক পুরস্কার। কেউ বা ফিরলেন শূন্য হাতে। কেউ বা আবার প্রথম অস্কার জয়ের আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন।

আসুন দেখে নেওয়া যাক, তারকাখচিত অস্কার মঞ্চে কারা কি কি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করলেন –


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

১. সেরা ছবি – দ্যা শেপ অফ ওয়াটার
২. সেরা পরিচালক – গিলের্মো দেল তোরো (দ্যা শেপ অফ ওয়াটার)
৩. সেরা অভিনেতা – গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
৪. সেরা অভিনেত্রী – ফ্রান্সেস ম্যাকডর্মান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
৫. সেরা সহঅভিনেতা – স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
৬. সেরা সহঅভিনেত্রী – অ্যালিসন জ্যানি (আই, টনয়া)
৭. সেরা বিদেশি ভাষার ছবি – এ ফ্যানটাস্টিক ওম্যান (চিলি)
৮. সেরা চিত্রনাট্য – গেট আউট (জর্ডান পিল)
৯. সেরা সিনেমাটোগ্রাফি – রজার এ ডিকিন্স (ব্লেড রানার টু জিরো ফোর নাইন)
১০. সেরা অরিজিনাল স্কোর – অ্যালেকজান্দ্রে দেসপ্লাত (দ্য শেপ অফ ওয়াটার)
১১. সেরা মিউজিক – রিমেমবার মি (কোকো)
১২. সেরা এডিটিং – লি স্মিথ (ডানক্রিক)
১৩. সেরা সাউন্ড মিক্সিং – মার্ক উইনগার্টেন, গ্রেগ ল্যান্ডেকার, গ্যারি এ রিজ্জো (ডানক্রিক)
১৪. সেরা সাউন্ড এডিটিং – রিচার্ড কিং ও অ্যালেক্স গিবসন (ডানক্রিক)
১৫. সেরা পোশাক সজ্জা – মার্ক ব্রিজেস (ফ্যান্টম থ্রেড)
১৬. সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং – কাজুহিরো সুজি, ডেভিড ম্যালিনোস্কি এবং লুসি সিবিক (ডার্কেস্ট আওয়ার)
১৭. সেরা প্রোডাকশন ডিজাইন – নাথান রবিতেইল এবং নেলসন ফেরেইরা (দ্য শেপ অফ ওয়াটার)
১৮. সেরা ডকুমেন্টরি (ফিচার) – ইকারাস
১৯. সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – ডিয়ার বাস্কেটবল
২০. সেরা অ্যানিমেডেট ফিচার ফিল্ম – কোকো
২১. সেরা ডকুমেন্টরি শর্ট ফিল্ম – হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ফোর জিরো ফাইভ
২২. সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – দ্য সাইলেন্ট চাইল্ড
২৩. সেরা অ্যাডপটেড স্ক্রিন প্লে – কল মি বাই ইওর নেম
২৪. সেরা ভিশ্যুয়াল এফেক্ট – ব্লেড রানার টু জিরো ফোর নাইন

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *