World

নষ্ট করে দেওয়া হল অ্যাস্ট্রাজেনেকার ১০ লক্ষ টিকা

মানুষকে করোনা প্রতিষেধক টিকা প্রদান এখন সারা বিশ্বের অন্যতম লক্ষ্য। কিন্তু সেই মহামূল্যবান টিকা এবার নষ্ট করে দিতে হল। ১০ লক্ষ টিকা নষ্ট করতে হল।

টিকাকরণ এখন সরা বিশ্বের অন্যতম লক্ষ্য। ভারতেও জোরকদমে চলছে টিকাকরণ। যেহেতু আফ্রিকায় টিকাকরণ সবচেয়ে কম হয়েছে, তাই হু বারবার উন্নত দেশগুলিকে আহ্বান জানিয়েছে যাতে তারা আফ্রিকাকে টিকা পাঠায়।

আফ্রিকার বিভিন্ন দেশে টিকা কিছু পৌঁছেছিলও। কিন্তু এমনও দেখা গেছে যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে টিকা ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। তার কারণ অবশ্য রয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

টিকাগুলির এক্সপায়ারি ডেট বা আয়ু শেষের দিন পার করে যাওয়ায় সেগুলি আর মানুষকে প্রদান না করে নষ্ট করে দেওয়া হয়। ঠিক সেই একই ঘটনা এবার ঘটল নাইজেরিয়ায়।

সেখানে ১০ লক্ষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নষ্ট করে দেওয়া হল। এগুলি সবই পাঠানো হয়ে গিয়েছিল বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে। কিন্তু ফের সেগুলি ফিরিয়ে আনা হয়।

অ্যাস্ট্রাজেনেকা নামে ওষুধ প্রস্তুতকারক সংস্থা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনা প্রতিষেধক টিকা কোভিশিল্ড তৈরি করে। এই কোভিশিল্ডই ভারতে সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে। সেই টিকাই ছিল নাইজেরিয়ায়। কিন্তু আয়ু শেষ হওয়া টিকাগুলিকে সেখানে ফেলে দেওয়া হল।

নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যারা এই টিকা প্রস্তুত করেছে তারা এই টিকাগুলির আয়ু আরও একটু বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু তাতে নাইজেরিয়া সরকার রাজি হয়নি।

নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে যে তাদের যখন এই টিকাগুলি দান করার কথা জানানো হয় তখনই তারা জানত যে এই টিকাগুলির আয়ু শেষের দিন আগতপ্রায়। কিন্তু নাইজেরিয়াতে টিকাই নেই। টিকাকরণের সুযোগই কম।

সেখানে যা পাওয়া যায় তাই নেওয়া হয়েছিল। কিন্তু সময়ের মধ্যে সেগুলি ব্যবহার করা সম্ভব হয়নি। তাই সব ফিরিয়ে নিয়ে নষ্ট করা হল। ১০ লক্ষ ৬৬ হাজার টিকা নষ্ট করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *