SciTech

দেখা মিলল ভূতুড়ে হাঙরের, পেটে ভর্তি ডিমের কুসুম

এমন হাঙরের যে দেখা মিলতে পারে তাই আশা করেননি কেউ। অবশেষে দেখা মিলল। দেখা গেল তার পেট ভরে আছে ডিমের কুসুমে।

কত হকি মাছ রয়েছে সমুদ্রে? সেটা জানতেই একদল গবেষক নেমেছিলেন সমুদ্রের তলায়। সেখানে নামার পর তাঁরা পৌঁছে যান সমুদ্রের তলদেশে। সেখানে হকি মাছের সংখ্যা গুনতে গিয়ে তাঁদের নজরে পড়ে অন্যরকম দেখতে মাছ জলে ভেসে বেড়াচ্ছে।

গা অনেকটা লটে মাছের মত। তার চেয়েও স্বচ্ছ। তবে পাখনাগুলো কালো। চোখ দুটো কালো। গবেষকদের যেটা সবচেয়ে অবাক করে সেটা হল তার পেট। পেটের মধ্যে কি রয়েছে তা দেখা যাচ্ছে। আর তাতে পরিস্কার দেখা যাচ্ছে পেট ভর্তি হয়ে আছে ডিমের কুসুমে।

বিজ্ঞানীরা বলছেন ওই মাছ আসলে একটি ভূতুড়ে হাঙরের ছানা। ঘোস্ট শার্ক অতিবিরল প্রজাতির হাঙরের দলে পড়ে। তাদের প্রায় দেখাই যায়না।

যদিও বা কদিচ কখনও নজরে পড়ে তো তা প্রাপ্তবয়স্ক হাঙর। এই ভূতুড়ে হাঙরের ছানা অতিবিরলের মধ্যেও বিরল। প্রায় দেখাই যায়না। ফলে তাদের সম্বন্ধে বিজ্ঞানীরা তেমন কিছু জানেনও না।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাছে জলের তলায় প্রায় ১.২ কিলোমিটার নেমেছিলেন গবেষকরা। সেখানেই তাঁরা সমুদ্রতলটা পান। সেখানেই গবেষণার সময় এই ভূতুড়ে হাঙরের ছানা তাঁদের আর সব কাজ প্রায় ভুলিয়ে দিয়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে ভূতুড়ে হাঙরের ছানাকে তাঁরা দেখতে পেয়েছেন তা সবে জন্মেছিল। তাই তার পেট ভর্তি রয়েছে ডিমের কুসুমে। কারণ ভূতুড়ে হাঙররা সমুদ্রের তলদেশে ডিম পাড়ে। সেই ডিমের মধ্যে যতক্ষণ ভ্রূণটি থাকে, ততক্ষণ তার খাদ্য হল ওই ডিমের মধ্যের কুসুম।

এই মাছটি সবে জন্ম নেওয়ায় তার খাওয়া ডিমের কুসুম তার পেটেই দেখা গেছে। তা তখনও হজম হয়নি। প্রসঙ্গত ভূতুড়ে হাঙর প্রজাতি গভীর জলে থাকতেই পছন্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button