World

প্রসব যন্ত্রণা শুরু হতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে মন্ত্রী

প্রসব যন্ত্রণা শুরু হয় মধ্যরাতে। তখনই তিনি স্থির করেন ফের তিনি সেই পুরনো রাস্তায় হাঁটবেন। সাইকেল চালিয়ে হাজির হবেন হাসপাতালে। করলেনও তাই।

প্রসব যন্ত্রণা নিয়ে ছটফট করা সন্তানসম্ভবাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যেতে হিমসিম খেয়ে যান পরিবারের লোকজন। তাঁকে অতি সন্তর্পণে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক্ষেত্রে যদিও ছবিটা একদম অন্যরকম।

প্রসব যন্ত্রণা শুরু হয় মধ্যরাতে। রাত ২টো নাগাদ যন্ত্রণা শুরু হতে আর সময় নষ্ট করেননি তিনি। নিজেই বেরিয়ে পড়েন হাসপাতাল যাওয়ার জন্য। চড়ে বসেন নিজের সাইকেলে। যা কার্যত দুনিয়াকে হতভম্ব করে দেওয়ার জন্য যথেষ্ট।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলা যে সাইকেল চালিয়ে হাসপাতালের দিকে যাত্রা করতে পারেন তা ভেবেই অনেকে জ্ঞান হারাতে পারেন।

বাস্তবে কিন্তু ঠিক এটাই ঘটেছে। নিউজিল্যান্ডের সাংসদ তথা পরিবহণ মন্ত্রী জুলি অ্যান জেন্টার প্রসব যন্ত্রণা নিয়ে সাইকেল চালিয়ে সোজা হাজির হন হাসপাতালে। দ্রুত চিকিৎসকেরা ব্যবস্থা নেন। রাত ৩টে ৪ মিনিটে ভূমিষ্ঠ হয় তাঁর সন্তান।

মা ও সন্তান ২ জনই সুস্থ বলে জানা গেছে। তবে এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে শুধু নিউজিল্যান্ডেই নয়, গোটা বিশ্বে।

এটা অবশ্য মন্ত্রী জুলির জন্য নতুন কিছু নয়। তিনি তাঁর প্রথম সন্তানের ক্ষেত্রেও ঠিক এটাই করেছিলেন। ৪১ বছরের জুলির প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব।

প্রসঙ্গত জুলি সাইকেল চালাতে পছন্দ করেন। নিউজিল্যান্ডের মন্ত্রীরা একেবারেই সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। মন্ত্রিসুলভ কোনও আচরণই তাঁদের মধ্যে দেখা যায়না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *