World

পোষা বেড়ালও এবার করোনা পজিটিভ

চিড়িয়াখানার বাঘ, সিংহের দেহে করোনা পাওয়া গিয়েছিল। কিন্তু বাড়ির পোষা কোনও জন্তুর দেহে করোনা মেলেনি। এবার সেটাও মিলল।


নিউ ইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় প্রথমে এক মালায়ান বাঘের দেহে করোনা মেলে। তখনই আরও ৩টি বাঘ ও ৩টি সিংহের মধ্যে উপসর্গ দেখা দিতে শুরু করেছিল। পরে তাদের পরীক্ষার পর দেখা যায় তারাও কোভিড-১৯ পজিটিভ। ফলে এখন তাদের আলাদা করে রাখা হয়েছে। নজরে রাখা হয়েছে। চিড়িয়াখানাও বন্ধ। কিন্তু চিড়িয়াখানার পাশাপাশি অনেকে তো বাড়িতেও কুকুর, বিড়াল, পাখি বা অন্য জন্তু পুষে থাকেন। তাদের মধ্যে কিন্তু করোনা প্রবণতা পাওয়া যায়নি। এবার পাওয়া গেল। এবার বাড়ির পোষা বেড়ালের দেহে মিলল করোনা।


নিউ ইয়র্ক মার্কিন মুলুকে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে। সেখানেই একটি পরিবারের একটি পোষা বেড়ালের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। কিন্তু ওই পরিবারের অন্য কেউ করোনা সংক্রমণের শিকার নন। তাহলে এল কোথা থেকে বিড়ালটির দেহে করোনা? বিশেষজ্ঞেরা মনে করছেন ওই বিড়ালটি হয়তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কোনও সময়। সে সময় সে কোনও করোনা সংক্রমিতের সংস্পর্শে আসে। তারপরই সে করোনার শিকার হয়। কিন্তু একটা নয়, অন্য একটি পরিবারেও বিড়ালের দেহে করোনা মিলেছে।


দ্বিতীয় যে পরিবারে বিড়ালের দেহে করোনা মিলেছে সেখানে অবশ্য সম্ভাবনা ছিল। কারণ বাড়িতে একজন করোনায় কাবু। মনে করা হচ্ছে তাঁর থেকেই করোনা বিড়ালের দেহে প্রবেশ করেছে। ২টি বিড়ালই ক্রমে সুস্থ হয়ে উঠছে। তবে প্রথম বিড়ালটির তুলনায় দ্বিতীয় বিড়ালটির অবস্থা বেশি খারাপ। তার শ্বাসকষ্ট রয়েছে। অনেক পরিবারেই করোনা হয়েছে নিউ ইয়র্কে। কিন্তু তাতে তাদের পোষ্যরা সংক্রমিত হয়নি। এবার সেটা হওয়াও শুরু হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *