National

পুরীর রথযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে ফোন

করোনা ভাইরাসকে রুখতে সামাজিক দূরত্বের গুরুত্বের কথা বলা হচ্ছে। কিন্তু পুরীর রথযাত্রা মানে লাখো মানুষের সমাগম। এ নিয়েই কথা হল ওড়িশার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে।

করোনা ভাইরাসের জেরে চলছে লকডাউন। স্তব্ধ গোটা দেশ। ফলে এই সময়ে যে যে উৎসব পরছে তাও চিরাচরিত নিয়ম মেনে পালিত হচ্ছেনা। বলা ভাল করা যাচ্ছেনা। কিন্তু সময় এলে তো তিথি বা সময় মেনে উৎসবের দিন তো ক্যালেন্ডার মেনে হাজির হচ্ছে। যেমন পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা সামনের আষাঢ় মাসে। কিন্তু পুরীর রথযাত্রা মানেই তো লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড়। বিশাল জনসমাগম। যা থেকে এখন দূরে থাকতে হচ্ছে সকলকেই। তাহলে এবার পুরীর রথযাত্রা উৎসবের কী হবে? এটা এখন বড় প্রশ্ন প্রশাসনের কাছেও।

ওড়িশার সবচেয়ে বড় উৎসব যদি বলা হয় তাহলে তা রথযাত্রা। এবার রথযাত্রা পড়েছে ২৩ জুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ তৈরি হওয়া শুরু হতে চলেছে ২৬ এপ্রিল থেকে। কিন্তু এবার কী প্রথা মেনে সেই পুরনো পুরীর রথযাত্রার ছবি ধরা পড়বে? সেই জনসমাগমের আয়োজন কী সম্ভব? কী করা হবে এবার? এ প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনই প্রশাসনেরও। পুরীর রথযাত্রা নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

শুক্রবার রথযাত্রা নিয়ে বৈঠক করে শ্রী জগন্নাথ টেম্পল ম্যানেজমেন্ট কমিটি। ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে দিয়ে এই বৈঠক হয়। বৈঠকের পর পুরীর গজপতি মহারাজ শ্রী দিব্যসিংহ দেব জানান, বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতি বিবেচনা করে ৩ মে লকডাউন ওঠার পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রস্তাবিত গাইডলাইন মেনেই পুরীর রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *