National

দেশে গতদিনের চেয়ে ৩.৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ গতদিনের চেয়ে ৩.৪ শতাংশ বৃদ্ধি পেল। দেশে মৃত্যুও এদিন গতদিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। কমেছে অ্যাকটিভ রোগী।

দেশে দৈনিক সংক্রমণ এদিন গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮ জন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৮ লক্ষ ৭৩ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় ১ লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা। এদিন মৃতের সংখ্যা গত দিনের চেয়ে বেশি কিছুটা বেড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৩ হাজার ২৮৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.১৩ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৫৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৮০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৫৩ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *