National

দেশে ৫ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫ মাসে সর্বনিম্ন জায়গায় পৌঁছল। অন্যদিকে দেশে মৃত্যুও দীর্ঘকাল পর ৪০০-র নিচে নেমেছে।

স্বস্তি বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা নামল দৈনিক সংক্রমণ। এদিন করোনা সংক্রমিতের মোট সংখ্যা ৫ মাসে সর্বনিম্ন হয়েছে। দীর্ঘদিন ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছিল। সেখানে এদিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ২৮ হাজার ২০৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন।

এদিন ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় দেড় লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন কমেছে একদিনে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

কেরালায় এদিন মৃত্যু হয়েছে ১০৫ জনের। কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমে ৪ লক্ষের নিচে নেমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৬৮০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার ১.২৬ শতাংশ থেকে কমে হয়েছে ১.২১ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *