National

দেশে ফের বাড়ল একদিনে সংক্রমণ, মৃত্যু ফের ৫০০-র ওপর

দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। ৫০০-র ওপর পৌঁছে গেছে মৃত্যু। মহারাষ্ট্র ও কেরালা এই ২ রাজ্যে এদিন ৩ অঙ্কে রয়েছে মৃত্যু।


দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।


আগের দিন দৈনিক সংক্রমণ কমার পর একদিনের ব্যবধানে তা ফের বেড়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৯৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯ জন।


এদিন ১৬ লক্ষ ৩১ হাজার ২৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে হাজার ৩০ কমেছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু ফের ৫০০-র ওপরে গেছে। মৃত্যু হয়েছে ৫৪৬ জনের।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে। মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১৬৭ জনের।


এছাড়া কেরালায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।


এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। এদিন বেড়েছে ৩ হাজার ৪৬৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।


এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৮৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *