National

দেশে ৭৫ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, নামল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ ফের এদিন নামল। ৭৫ দিন পর এদিন সবচেয়ে নিচে নামল সংক্রমিতের সংখ্যা। এদিন দেশে মৃতের সংখ্যাও কমেছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। যা ৭৫ দিন পর সর্বনিম্ন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৭ লক্ষ ৫১ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় আড়াই লক্ষ বেড়েছে।

দেশে এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন। দেশে মৃত্যুর হার ১.২৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.২৮ শতাংশ।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯২ জনের। ছাড়া কর্ণাটকে ১২০ জনের, কেরালায় ১৬১ জনের ও তামিলনাড়ুতে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৫৯ হাজার ৭৮০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ৩.৩০ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৪৭২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৬৪ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More