National

দেশে গত একদিনে সংক্রমণ ও মৃত্যু কমল

দেশে করোনা সংক্রমণ এখন নিম্নগামী। গত একদিনে সংক্রমণ ও মৃত্যু কিছুটা করে কমেছে। আগের দিনের তুলনায় ৬.৭ শতাংশ কমেছে সংক্রমণ।

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরে পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছিল সংক্রমণ। গত একদিনে তা আরও কিছুটা কমেছে।

আগের দিনের তুলনায় ৬.৭ শতাংশ কমেছে সংক্রমণ। দেশে নতুন করে সংক্রমিত বেড়েছে ২৭ হাজার ৭১ জন। গত একদিনে দেশে ৮ লক্ষ ৫৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে অনেকটা কমেছে নমুনা পরীক্ষা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৮ লক্ষ ৮৪ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৫৮৬ জনে। একদিনে কমেছে ৯ হাজার ৯৬০ জন।

নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সাধারণভাবে সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৩৫৫ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭০ জনের, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৭ জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৩৩ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৬৯৫ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ৮৮ হাজার ১৫৯ জনে। দেশে সুস্থতার হার ৯৫ শতাংশ থেকে মাত্র ০.০২ শতাংশ কম রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *