National

দেশে ৮০ লক্ষ পার করল সংক্রমণ

২ দিন আগেই দেশে দৈনিক সংক্রমণ নেমেছিল ৩০ হাজারি ঘরে। ফের গতদিন তা ৪০ হাজারে পৌঁছয়। এদিন তা পৌঁছে গেল প্রায় ৫০ হাজারের দরজায়।

নয়াদিল্লি : ভারত সংক্রমণের সর্বোচ্চ শিখর পার করে এসেছে। এমনই জানিয়েছে ‘ন্যাশনাল সুপারমডেল কমিটি ফর কোভিড-১৯’। সেপ্টেম্বরে যে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত দেশ দেখেছে অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে পড়েনি। বরং প্রথম দিকে ৭০ হাজারি ঘরে এবং পরে তা নেমে ৬০ হাজারি ঘরেই থাকছিল।

মাঝে একদিন ৪০ হাজারি ঘরেও নামে সংখ্যাটা। তারপর টানা ৫০ বা ৪০ হাজারি ঘরে ঘুরেছে দৈনিক সংক্রমণ। ২ দিন আগে তা আরও নেমে ৩০ হাজারি ঘরে ঢুকে পড়ে। ফের আগের দিন তা পৌঁছে যায় ৪০ হাজারি ঘরে। এদিন তা পৌঁছে গেল ৫০ হাজারের দরজায়। তবে সব মিলিয়ে দেশে সংক্রমণ কিন্তু এখন নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে।

অন্যদিকে এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে অনেক বেশি রয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮১ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৭৫ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩ হাজার ৬৮৭ জনে। একদিনে কমেছে ৭ হাজার ১১৬ জন।


অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। ২ দিন দেশে মৃত্যু ৫০০-র নিচে থাকার পর গতদিন মৃত্যু ফের ৫০০-র উপরে চলে যায়। গত একদিনে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৫২৭ জন। ১.৫০ শতাংশ মৃত্যু হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ৪৮০ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৭৩ লক্ষ ১৫ হাজার ৯৮৯ জনে। দেশে সুস্থতার হার ৯০ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button