National

দেশে ১ লক্ষের দরজায় কড়া নাড়ছে মৃত্যু, কমল সুস্থতা

দৈনিক সংক্রমণের সংখ্যা ও সুস্থ হয়ে ওঠার সংখ্যার মধ্যে একটা লড়াই চলছে এখন। যাতে গত একদিনে সংক্রমণ হারিয়ে দিয়েছে সুস্থতাকে।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট দিয়েছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও এরমধ্যেই ভরসা দিচ্ছে।

অক্টোবরে পা রেখেও ছবিটা প্রায় একই রইল। ৮০ হাজারের ওপর সংক্রমণটা রয়েই গেছে। গত একদিনে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৮৪ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৯৭ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের চেয়ে প্রায় ৩ লক্ষ কম।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৮ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন সামান্য হলেও কম হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের বেড়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪২ হাজার ২১৭ জন। একদিনে বেড়েছে ১ হাজার ৫১২ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থাকছে। মাঝে মাত্র ১ দিন তার ব্যতিক্রম হয়েছিল।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯৯ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৭৩ জন। মৃতের সংখ্যা ১ লক্ষের দরজায় কড়া নাড়ছে।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। কর্ণাটকে ফের লাফ দিয়েছে মৃত্যু। মৃত্যু হয়েছে ১৩০ জনের।

তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের। অন্ধ্রপ্রদেশে ৪১ জন প্রাণ হারিয়েছেন করোনায়। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৮০ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৮৭৭ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫৩ লক্ষ পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮ জন। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *