National

দেশে ফের সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতা

গত একদিনে দেশে সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে দৈনিক মৃতের সংখ্যা থাকছে ১ হাজারের ওপরেই।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া দৌড় দিচ্ছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। তারপরেও সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও ভরসা দিচ্ছে।

গত একদিনে করোনা আক্রান্ত ধরা পড়েছেন ৮৮ হাজার ৬০০ জন। যা কিন্তু একদিনে নতুন পাওয়া সংক্রমিতের সংখ্যার হিসাবে যথেষ্ট উদ্বেগের। কিন্তু সুস্থ হয়ে উঠেছেন তার চেয়েও বেশি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত একদিনে দেশে ৯ লক্ষ ৮৭ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। তার আগের দিন সংখ্যাটা ছিল ১৩ লক্ষের ওপর।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩২ জন। এদিন অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেকটা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫৬ হাজার ৪০২ জন। একদিনে রোগীর সংখ্যা কমেছে ৪ হাজার ৫৬৭ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯৩ হাজার পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৩৭৯ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৮৬ জনের।

তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৮৫ জনের। অন্ধ্রপ্রদেশে ৫৭ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে ফের সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার ৪৩ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৪৯ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লক্ষ ৪১ হাজার ৬২৭ জনে। দেশে সুস্থতার হার ৮২ শতাংশের ঘরে ঢুকে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *