National

দেশে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু নামল হাজারের নিচে

পরপর ৪ দিন ৭৫ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ল দেশে। এদিন তা নয়া উচ্চতা ছুঁয়ে ফেলল।


নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। দৈনিক ৭৫ হাজারের ওপর নতুন সংক্রমণের খোঁজ মেলা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। তবে কী এবার দিনে ১ লক্ষের ওপর সংক্রমণ ধরা পড়ার অপেক্ষা? এমন প্রশ্নও করছেন অনেকে।


দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে রেকর্ড সংখ্যক। এই প্রথম একদিনে ৭৮ হাজার পার করল সংক্রমণ। দেশে গত একদিনে নতুন করে আক্রান্ত ধরা পড়েছে ৭৮ হাজার ৭৬১ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষাও হয়েছে রেকর্ড সংখ্যক। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৫৫ হাজার ২৭টি।


গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ পার করে গেছে। দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৩ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতদিন অল্প করে বাড়ছিল। এবার সংক্রমিতের সংখ্যায় লম্বা লাফে তা অনেকটা করে বাড়ছে দৈনিক। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃত্যু আগের ৪ দিন টানা ১ হাজার পার করার পর অবশেষে গত একদিনে তা হাজারের সামান্য নিচে নেমেছে। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬৩ হাজার পরা করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯৮ জন।


দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ৩২৮ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১১৫ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৭ জনের। অন্ধ্রপ্রদেশে ৮২ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮২ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।


করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৯৩৫ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৭ লক্ষ পার করেছে। দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৩ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *