National

৬৫ হাজারে সংক্রমণ, একদিনে সুস্থ রেকর্ড সংখ্যক মানুষ

দেশে দৈনিক রোগীর সংখ্যা ৬৫ হাজারের ওপর। একদিনে দেশে সুস্থও হয়ে উঠলেন রেকর্ড সংখ্যক মানুষ।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এখন দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতে দাঁড়িয়ে গেছে পরিস্থিতি। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৫ হাজার ২ জন। গত দিনের তুলনায় যা সামান্য বেশি। গত একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষাও হয়েছে দেশে। এই প্রথম একদিনে নমুনা পরীক্ষা প্রায় সাড়ে ৮ লক্ষ পার করল। ৮ লক্ষ ৬৮ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত একদিনে। যা রেকর্ড। তার মধ্যে থেকে ৬৫ হাজার ২ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২৫ লক্ষ পার করেছে। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে প্রায় ২ লক্ষ করে বেড়ে যাচ্ছে দেশে নতুন রোগীর সংখ্যা। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ২৬ হাজার ১৯২ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার ২২০ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। আগের দিন করোনায় মৃত্যু ১ হাজারের ওপর থাকার পর গত একদিনে মৃত্যু অতি সামান্য নেমেছে। গত একদিনে ৯৯৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে এদিন ৪৯ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৩৬ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৭ জনের। অন্ধ্রপ্রদেশে ৯৭ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ হাজার ৩৮১ জন। যা এখনও পর্যন্ত একদিনে সুস্থতার নিরিখে রেকর্ড। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৮ লক্ষ পার করে গেছে। দেশে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৮ হাজার ৯৩৬ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হারও। ৭০ শতাংশের ওপর চলে গেছে দেশে সুস্থতার হার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *