National

একদিনে ২১ হাজারের দরজায়, রেকর্ড উচ্চতায় সংক্রমণ

অবশেষে ২০ হাজার পার করেই গেল দৈনিক সংক্রমণ। শুধু ২০ হাজারই পার করল না, ২১ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল সংক্রমণ।

নয়াদিল্লি : দেশে একদিনে ২০ হাজার সংক্রমণ হয়েও হয়নি এতদিন। এবার হল। গত একদিনে ২০ হাজার পার করে গেল সংক্রমণ। শুধু ২০ হাজারই পার করল না, একলাফে পৌঁছে গেল ২১ হাজারের দরজায়। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে ২০ হাজার ৯০৩ জনে। যা এখনও রেকর্ড। তার আগের দিনও যেখানে একদিনে সংক্রমণ ছিল ১৯ হাজার ১৪৮ জন, সেখানে পরদিন তা পৌঁছল ২০ হাজার ৯০৩ জনে। রেকর্ড সংক্রমণের হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন পৌঁছে গেল ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জনে।

দেশে করোনা সংক্রমণ যখন রেকর্ড অঙ্ক ছুঁয়েছে তখন দেশে করোনায় মৃতের সংখ্যাও বাড়ল। গত একদিনে ৩৭৯ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা এদিন ১৮ হাজার পার করে গেল। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ২১৩ জন। দেশে এখন মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯ জন। মৃত্যুর নিরিখে শীর্ষে মহারাষ্ট্রই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু যখন ক্রমেই বাড়ছে তখন একই সঙ্গে অনেকে দৈনিক সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা এরমধ্যে কখনও হয়নি। গত একদিনে ২০ হাজার ৩২ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রসঙ্গত এর আগে অবধি একদিনে ১৫ হাজার মানুষও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি। এদিন তা লাফিয়ে পৌঁছে গেল ২০ হাজারে। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *