একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা রেকর্ড অঙ্ক ছুঁল
মাত্র ১ দিনে গত দিন রেকর্ড অঙ্ক ছুঁয়েছিল করোনায় মৃতের সংখ্যা। ১ দিনে এদিন রেকর্ড অঙ্ক ছুঁল করোনা সংক্রমিতের সংখ্যা।
নয়াদিল্লি : গত মঙ্গলবার ২ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছিল করোনায়। সেই সংখ্যা গত একদিনে অনেকটা নেমেছে। ১ দিনে মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা ১২ হাজার পার করেছে। মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ২৩৭ জন। ২ হাজার পার করা মৃতের সংখ্যার পর দেশজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল তা এদিন মৃতের সংখ্যা কমায় অনেকটা প্রশমিত হয়েছে।
মৃতের সংখ্যা গত ১ দিনে কমলেও অন্যদিকে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে। একদিনে এত সংক্রমণ এর আগে ধরা পড়েনি। দেশে গত ১ দিনে ১২ হাজার ৮৮১ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। একদিনে প্রায় ১৩ হাজারের দরজায় সংক্রমণের সংখ্যা পৌঁছে যাওয়া নতুন চিন্তার জন্ম দিয়েছে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৩৮৪ জন।
সংক্রমিতের সংখ্যা যখন একদিনে লাফ দিয়েছে রেকর্ড সংখ্যায়, যখন মৃত্যুও সংখ্যায় বেড়েছে, তখন সুস্থ হয়ে ওঠার হারও নেহাত কম নয়। গত একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৩৯০ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ঠেকেছে ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫-এ। প্রাত্যহিক সুস্থ হয়ে ওঠার হার যদি একই তাকে তাহলে আর একদিনেই ২ লক্ষের ওপর মানুষ দেশে সুস্থ হয়ে উঠবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













