National

একদিনে আক্রান্ত প্রায় ১২ হাজার, মৃত্যু ৯ হাজার পার

১০ হাজারের গণ্ডি পার করেছিল ২ দিন আগে। তারপর ১১ হাজার দ্রুত পার করে গত একদিনে দেশে করোনা সংক্রমণ পৌঁছল ১২ হাজারের মুখে।

নয়াদিল্লি : দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দৈনিক সংক্রমিতের হিসাবে ১০ হাজারের গণ্ডি পার করে ১২ হাজারের দোরগোড়ায় পৌঁছতে মাত্র ২ দিন লাগল। গত ১ দিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯২৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার ৯২২ ছুঁয়েছে। যেভাবে প্রতিটি দিন আগের দিনের করোনা সংক্রমিতের সংখ্যার রেকর্ড ভেঙে দিচ্ছে তাতে দেশবাসীর নতুন করে চিন্তা বাড়ছে।

গত ১ দিনে করোনা সংক্রমণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃতের সংখ্যা। গত ১ দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এদিন ৯ হাজার টপকে গেল। দেশে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৯৫। সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত ১ দিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৪৯ জন। ফলে করোনাকে হারিয়ে করোনা মুক্ত হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯ জন।

দেশে এই মুহুর্তে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ জন। এদিকে দেশে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মাথায় রয়েছে মহারাষ্ট্র। ক্রমশ সে রাজ্যের পরিস্থিতি শোচনীয় আকার নিচ্ছে। এক মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করেছে। সে রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৮ জন। গত ১ দিনে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে দিল্লিতেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *