National

শেষরক্ষা করতে পারল না সিকিম

শেষরক্ষা করতে পারল না সিকিম। দেশের এই রাজ্য এই করোনা ছড়িয়ে পড়ার সময়েও খবরের শিরোনামে ছিল। কিন্তু সেই ছন্দ অবশেষে ভাঙল।

গ্যাংটক : ভারত জুড়ে ক্রমশ এক এক করে রাজ্যে করোনা সংক্রমিতের খোঁজ মিলতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে করোনা। ভারতে প্রথম করোনা রোগীর খোঁজ মেলার পর থেকে প্রায় ৪ মাস হতে চলল। কিন্তু এতদিনেও দেশের একটি রাজ্য সিকিমে কোনও করোনা রোগী ছিলেন না। সব রাজ্যেই যখন একে একে করোনা রোগী পাওয়া যাচ্ছিল তখনও সিকিম ছিল করোনা মুক্ত। লকডাউন দফায় দফায় জারি হয়ে এখন সব খুলতেও শুরু করেছে। তখনও সিকিমকে করোনা স্পর্শ করতে পারেনি। কিন্তু সেই সিকিমও শেষরক্ষা করতে পারল না।

সিকিমে অবশেষে মিলল করোনা রোগীর খোঁজ। সিকিমের এক পড়ুয়া দিল্লি থেকে ফেরার পর তাঁর দেহে করোনা পাওয়া গিয়েছে। তাঁর উপসর্গ দেখা দেওয়ায় লালারস সংগ্রহ করে তা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট গত শনিবার পজিটিভ আসে। দক্ষিণ সিকিমের রাবাংলার বাসিন্দা ওই ছাত্রকে গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ওই ছাত্র বর্তমানে দিল্লিতেই থাকছিলেন। গত সপ্তাহে তিনি আরও কয়েকজনের সঙ্গে বাসে করে সিকিমে ফেরেন। সিকিম সরকার সবে ঘোষণা করেছে যে নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ুয়াদের ক্লাস আগামী ১৫ জুন থেকে সিকিমে শুরু হয়ে যাবে। আর ঠিক তারপরই সিকিমে মিলল প্রথম করোনা রোগী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *