National

বিদেশে আটক ভারতীয়দের ফেরাতে ৬৪টি উড়ান

লকডাউনে বিদেশে বহু ভারতীয় আটকা পড়েছেন। তাঁরা আপ্রাণ চাইছেন দেশে ফিরতে। তাঁদের ফেরাতে ৭ মে থেকে ডানা মেলছে বিশেষ উড়ান।

বিদেশে আটকে পড়ে আছেন বহু ভারতীয়। তাঁরা বারবার ফেরানোর আর্জি জানিয়েছেন। কিন্তু সেভাবে কোনও বন্দোবস্ত এতদিন সম্ভব হচ্ছিল না। অবশেষে তাঁদের ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন প্রথম পর্যায়ে এই এয়ারলিফটের কাজ শুরু হবে ৭ মে থেকে। তারপর এক সপ্তাহ চলবে প্রথম ধাপে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানো। এজন্য ৭ দিনে ৬৪টি উড়ান ডানা মেলতে চলেছে আকাশে।

এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রথম পর্যায়ের এই এয়ারলিফট শুরু করছে। প্রথম পর্যায়ে ১৪ হাজার ৮০০ জনকে ফেরানোর বন্দোবস্ত হচ্ছে। এঁদের ভারতে ফেরার জন্য একপিঠের ভাড়া গুণতে হবে। শিকাগো থেকে দিল্লিতে ফিরতে লাগবে ১ লক্ষ টাকা ভাড়া। ঢাকা থেকে দিল্লি মাথাপিছু ১২ হাজার টাকা। ম্যানিলা থেকে দিল্লি লাগছে ৩০ হাজার টাকা। মোট ১ লক্ষ ৯০ হাজার এমন ভারতীয় আটকে আছেন বিভিন্ন দেশে। প্রথম ধাপে ৭ দিনে ১২টি দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে। তারপর ধাপে ধাপে সকলকে ফেরাবে কেন্দ্র।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এই এয়ারলিফটের সময় যাবতীয় করোনা আচরণবিধি মেনে চলা হবে বলেই জানানো হয়েছে। যাঁরা বিদেশ থেকে ফিরবেন তাঁদের বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর ১৪ দিন তাঁদের কঠোরভাবে কোয়ারেন্টিনে যাবতীয় বিধিনিষেধ মেনে থাকতে হবে। তারপর মুক্তি। প্রথম পর্যায়ে যে ৬৪টি উড়ান ৭ দিনে উড়তে চলেছে তারমধ্যে ১৫টি উড়ান বরাদ্দ হয়েছে শুধু কেরালার জন্য। প্রবাসী কেরালার বাসিন্দাদের ওই ১৫টি উড়ানে ফেরানো হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *