National

মাঝপথে নামল বিমান, বাড়ি পৌঁছতে বাসে চড়লেন যাত্রীরা

বিমানের যাত্রী তাঁরা। তাঁদের আকাশপথে উড়ে গন্তব্যে পৌঁছনোর কথা। কিন্তু এক পাইলটের আজব জিদের মুখে পড়ে নাকানিচোবানি খেলেন যাত্রীরা।

লন্ডন থেকে দিল্লি আসছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ভর্তি যাত্রী। লন্ডন থেকে দীর্ঘ পথ পার করে দিল্লিতে নামার অপেক্ষায় যাত্রীরা। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য দিল্লিতে না নামিয়ে মোট ৫টি বিমানকে জয়পুরে পাঠিয়ে দেওয়া হয়।

সেখানে বিমান নামিয়ে অপেক্ষা করার পর ফের যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা বিমানগুলির। ৩টি আন্তর্জাতিক বিমান এবং ২টি অন্তঃরাষ্ট্র বিমান জয়পুরে নেমে অপেক্ষায় থাকে। এরমধ্যে একটি লন্ডন থেকে দিল্লিগামী বিমানও ছিল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কিন্তু আবহাওয়া ঠিক হওয়ার পর যখন বিমানটি নিয়ে দিল্লি উড়ে যাওয়ার কথা, তখন বিমানের পাইলট জানিয়ে দেন তিনি আর বিমান ওড়াবেন না।

তাহলে কীভাবে ফিরবেন যাত্রীরা? তাঁদের গন্তব্য তো দিল্লি। টিকিটও দিল্লির। কিন্তু পাইলট ওসবে কান না দিয়ে সাফ জানিয়ে দেন তাঁর ডিউটি শেষ হয়েছে। ফলে তিনি আর বিমান ওড়াবেন না।

পাইলটের জিদের মুখে কার্যত সমস্যায় পড়ে বিমান সংস্থা। এদিকে জয়পুরে ৬ ঘণ্টা অপেক্ষা করে যাত্রীরা ক্লান্ত এবং ক্ষুব্ধ। তাঁরা অনেকে বিষয়টি অসামরিক বিমানপরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সাংসদ রাজ্যবর্ধন রাঠোরকে ট্যুইট করেও জানান।

এয়ার ইন্ডিয়া যাত্রীদের আশ্বস্ত করে জানায় তাঁদের দিল্লি অবশ্যই পৌঁছে দেওয়া হবে। অগত্যা তাঁদের খাবারের বন্দোবস্ত করে এয়ার ইন্ডিয়ার তরফে কাউকে ভলভো বাসে, কাউকে গাড়িতে দিল্লি পাঠানোর বন্দোবস্ত করা হয়। এজন্য বাড়তি অনেক টাকা খরচও হয় বিমান সংস্থার। আর তা হল এক পাইলটের জিদের কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *